Friday, 7 November 2014

ওয়েবসাইট হ্যাকিং ভিডিও টিউটোরিয়াল BY Hack School BD

স্বাগতম সবাইকে "হ্যাক স্কুল বিডি'র" টিউটোরিয়ালে ।
যায় হোক টিউটোরিয়ালে বেশি কথা না বলে আমি আসল কথায় চলে যায় ।
এই ভিডিও গুলো আমি ইউটিউবে আপলোড দিয়েছি ডিস্ক্রিপশনে কিভাবে কাজ করতে হয় সেটা লেখেছি !
আপনাদের সুবিধার্থে আমি সেটা টিউনেই লেখলাম ।
আশা করি সবাই ভিডিও দুইটি  আপনাদের সবার ভালো লাগবেঃ
প্রথম ভিডিওর লিঙ্কঃ
এইখানে আমি একটী মোজিলা ফায়ারফক্সে No Redirect নামে একটি addon ব্যাবহার করেছি ।।
ভুলনারবল সাইট বের করার DORK টি ব্যাবহার করতে হবেঃ
inurl:admin/login.php
এছাড়া আপনার ফায়ারফক্স ব্রাউজারে No Redirect নামে একটি এডঅন যোগ করে নিতে হবে ।
আমি Mantra Browser ব্যাবহার করি তাই আমার ব্রাউজারে আগে থেকেই এটা ইন্সটল করা আছে ।
চলুন তাহলে শুরু করা যাক ।
আমি একটি ভুলনরাবল সাইট বের করে রেখেছি ।
http://www.beaconassociates.in/admin/...
এখন প্রথমে সাইট টি হ্যাক করা যাবে নাকি সেটা টেস্ট করবো
login.php এর জায়গায় index.php দিয়ে দেখবো ।
যদি index.php দেওয়ার পর পেইজটি আবার রিডাইরেক্ট হয়ে login.php পেইজে চলে যায় তাহলে বুঝতে
হবে যে পেইজ টা ভুলনরাবল ।
index.php দেওয়ার পরেও রিডাইরেক্ট করে login.php পেইজে নিয়ে যাচ্ছে ;(
এখন আমরা No Redirect addon টি ব্যাবহার করবো রিডাইরেকশন টা না হওয়ার জন্যে ।
এইখানের add option এ গিয়ে ^ চিহ্ন টি দিবো এবং ওয়েবসাইটের এডমিন পেইজের লিঙ্ক টি দিবো এইভাবে
^http://www.beaconassociates.in/admin/
এইবার ডাইরেক্ট এডমিন পেইজে প্রবেশ করে দেখি।
http://www.beaconassociates.in/admin/
হ্যাকেড !! :P
সিম্পল ^_^

এইবার আসি ২য় ভিডিও টিতে , এই মেথডটি হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন ,
যদি জেনে না থাকেন তাহলে ভিডিও দেখে নিতে পারেন :)
ভিডিও টি দেখলেই যারা মেথড টি জানেন না তারা বুঝতে পারবেন।
ধন্যবাদ কষ্ট করে টিউটোরিয়াল টি পড়ার জন্যে ।
পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে ।

No comments:

Post a Comment