Friday, 7 November 2014

যেকোন ওয়েবসাইট হ্যাক করুন একলাইনের কোড দিয়ে!!

অবাক হলেন? হ্যা সত্যি,
হ্যাক করবেন
আপনি নিজে! যেকোন
ওয়েবসাইট! আর এর
জন্যে আপনাকে হ্যাকিং
জাহাজ হতে হবেনা।
যেহেতু আপনি এই
সাইটে এসেছেন তাই
ধরে নিচ্ছি আপনি ব্রাউজ
এটুকু ‘জ্ঞানই’ যথেষ্ট। চলুন শুরু
করা যাক।
প্রথমেই সিদ্ধান্ত নিন
কোন ওয়েবসাইট হ্যাক
করবেন? Google, Wikipedia,
Wikileaks নাকি অন্য কোন
সাইট (!)? আপনার কাঙ্ক্ষিত
সাইটে ঢুকুন, পেইজ
পুরোপুরি লোড হওয়া পর্যন্ত
অপেক্ষা করুন। এরপর
এড্রেসবারে (যেখানে ও
এড্রেস লেখা থাকে)
নিচের কোডটা লিখুন।
কপি পেস্ট করবেন না,
তাতে কাজ নাও
করতে পারে।
javascript:document.body.document.designMode=’@on0
Remove @
এবার Enter চাপুন। ব্যাস,
ওয়েবসাইট হ্যাকড!!
আপনি এখন ইচ্ছে করলেই
এখানে তাণ্ডব
চালাতে পারেন।
চাইলেই কিছু
লেখা মুছে দিতে পারে
চাইলে কিছু লিখতেও
পারেন। সাইটের
পেইজে থাকা ছবি রিসা
করা থেকে শুরু
করে ডিলিট করা,
এমনকি আপনার নিজের
কোনও ছবিও
দিতে পারেন এখানে।
বিশ্বাস হচ্ছেনা? তাহলে শুরু করুন এই ব্লগ দিয়েই। প্রথম হ্যাক করুন টিপসএড। ভালো থাকবেন সবাই।
কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আমি এই পোস্ট এর Creator তাই কপি করলে আমাকে CrediT না দিয়ে টিপসএড ডট কমকে credit দিবেন।
না পারলে আমি তো আপনাদের সেবায় নিওজিত থাকি all time rockreyad

No comments:

Post a Comment