Tuesday, 30 June 2015

আসুন খেলি ছোটবেলার হারিয়ে যাওয়া গেমস (PC Games)

ছোটবেলায় আমার মত অনেকেই হয়তো ঘন্টার পর ঘন্টা পাড়ার ভিডিও গেমসের দোকানে এক টাকার কয়েন দিয়ে গেম খেলেছেন। সেই গেমস গুলো ছিল নেশার মত। গেমস খেলতে খেলতে সময় যে কখন পেরিয়ে যেত খেয়ালই থাকত না। তখনকার জনপ্রিয় গেমসগুলোর মধ্যে ছিল মোস্তফা, কিং অফ ফাইটার সিরিজ, মেটাল স্লাগ সিরিজ ইত্যাদি। এখনও অনেকেই ছোটবেলার স্মৃতি মনে করে সেই গেমস গুলো পিসিতে খেলেন। এই রকম পুরোনো দিনের দুইটা গেমস নিয়ে আমার আজকের টিউন। এই গেমস দুইটাও অন্য সব গেমসের মতই জনপ্রিয় ছিল। তবে অনেকেই আমরা গেম দুইটার নাম জানিনা। যাই হোক, আসল কথায় আসি। গেম দুইটার নাম হল Violent Storm আর Sunset Riders । নিচে স্ক্রীনশট দেওয়া হল। দেখেন তো চিনতে পারেন কিনা। প্রথম গেম টা বরিস নামে পরিচিত ছিল।

গেম দুইটি খেলতে হলে Mame32  নামের একটি ইমুলেটর লাগবে। নিচের মিডিয়াফায়ারের লিংক থেকে নামিয়ে নেন।
গেম দুইটির সরাসরি ডাউনলোড লিংক দিয়ে দিলাম নিচে।
Violent Storm>
Sunset Riders>
ইমুলেটর নামানোর পর ফাইলটা Extract করুন। এখন ফোল্ডারটা ওপেন করে "roms" ফোল্ডারে গেম দুইটা কপি করে পেস্ট করুন। গেমের জিপ ফাইল Extract করবেন না। সরাসরি ওটাই পেস্ট করবেন। এখন নিচের "Mame32" আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন। File>audit all games ক্লিক করুন। ডানপাশে গেম দুইটার নাম দেখতে পাবেন। এখন গেমের নামের উপর ডাবল ক্লিক করলেই গেম ওপেন হবে । প্রথমেই একটা কাল পর্দা আসলে কী-বোর্ডে টাইপ করুন। তারপর যে কোন কী চেপে খেলা শুরু করে দিন। "5" দিয়ে কয়েন এবং "1" দিয়ে গেম স্টার্ট করতে হবে। গেম খেলার সময় "TAB" এ ক্লিক করে আপনার ইচ্ছামত কন্ট্রোল সিলেক্ট করতে পারবেন।

No comments:

Post a Comment