Tuesday, 30 June 2015

[Link আপডেট] Hack করুন Dingtone এবং কথা বলুন বাংলাদেশের যেকোনো নাম্বার ব্যবহার করে।(কোন খারাপ কাজে ব্যবহার করবেন না)

আগের টিউনে ফ্রি হোস্টিং ওয়েব সাইট ব্যবহার করার জন্য ডাওনলোড Link এর সমস্যা হয়। তাই আবার নতুন করে আপডেট করে দিলাম।
Dingtone ব্যবহার করেন নাই এমন লোক মনে হয় টেকটিউনস এ নাই। তাই ডিটেলস দিলাম না।
Dingtone এ ফ্রি কল করা যায় এবং অনেক কম ক্রেডিট কাটে।
  • Dingtone এ অনেক মজার মজার ফিচার আছে সময় স্বল্পতার জন্য লিখতে পারলাম না। একবার ডাওনলোড দিয়েই দেখুন।লক্ষ্য করুনঃ
  • আমার পার্সোনাল নাম্বার থেকে সহজেই আমার নিজের নাম্বারে Dingtone এপস টি Hack করে ফেল্লাম
  • Hack করার আগে।

  • Hack করার পরে।

  • নোটঃ
  • Dingtone এ অনকে নাম্বার পেতে হলে আপনার ফোনে রুট থাকতে হবে।
  • সমাজ বিরোধী কোন কাজে ব্যবহার করবেন না।
  •  যে ভাবে ইনিস্টল করবেনঃ
  • নিচের Link হতে Dingtone ডাওনলোড করে ইনিস্টল করে নিন। আগে থেকে ইনিস্টল করা থাকলে আর ইনিস্টল দেওয়ার দরকার নাই।
  • নিচের Link হতে Hack App Data ডাওনলোড করে ইনিস্টল করে নিন।
  • এখন Dingtone অপেন করুন এবং ফ্রি যে সব অফার আছে সেগুলো নিয়ে নিন, এতে ফ্রি ক্রেডিট এডেড হয়ে যাবে।।
  • ব্যাক বাটন চাপ দিয়ে বেরিয়ে আসুন।
  • এখন Hack App Data অপেন করুন
  • তারপর Dingtone-> Preference-> Local_info এ যান।


  • বাম দিক থেকে হালকা ডান দিকে স্লাইড করুন calleridPhonenumber এ দেখুন আপনার রেজিস্টার কৃত নাম্বারটি আছে। ঐ টা ডিলিট করে যে নাম্বার টি দিতে চান সেটি দিন। নাম্বারের আগে 88 যোগ করে দিয়েন।


  • Save বাটনে এ চাপ দিন। এবং বের হয়ে যান
  • আগেই Dingtone ওপেন করবেন না। আগে এপটি Force Stop করে দিন।

  • ব্যাস কাজ শেষ। :)
  • আমি আবার বলছিঃ
  • কারও ক্ষতি করার জন্য এই সিস্টেম টা ব্যবহার করবেন না প্লিজ।
  • এখান থেকে ডাওনলোড করুনঃ
    Dingtone.apk (19.8 Mb)
    Hack App Data.apk (1.8 Mb)

    1 comment: