Friday, 7 November 2014

এবার ইন্টারনেট এর কল করা সফটওয়ার দিয়ে নাম্বার হাইড করে কথা বলুন।

কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আমরা অনেকেই আছি যাদের বিদেশে কথা বলা লাগে । বিশেষ করে যাদের আত্নীয় সজন  ইন্ডিয়ায় থাকে তাদের বালাদেশ থকে ইন্ডিয়াতে কথা বলতে সমস্যা হয়। আবার অনেকে বিদেশে কথা বলার জন্য অনেক ট্রিক্স খুজেন ।  কিছু ট্রিকস কাজ করলেও অনেক ট্রিকসই কাজ করে না।   যেমন অনেক আগে দেখা যেত ইয়াহু ম্যাসেনজার দিয়ে কল করা যায় এরকম একটা ট্রিকস পেয়েয়েছিলাম কিন্তু এখন আর ট্রিকস গুলো কাজ করে না। কারন ফ্রি শুধু ২ এক দিনের জন্য এর পরে আর হয় না। আবার কিছু সাইট আছে যেগুলো ফ্রি কল করতে দেয় কিন্তু তা বেশি খন না শুধু মাত্র ৫০সেকেন্ড এর জন্য । এরকম একটি সাইট এর নাম হলো: http://www.call2friends.com    ।কিন্তু ১-২ মিনিট এখান থেকে কথা বলে লাভ হয় না। যাদের বিদেশে কথা বলা লাগে তাদের জন্য এই পদ্ধতি কাজে লাগতে পারে । এর জন্য প্রথমে আপনার এই এন্ড্রয়েড এপসটি ডাউনলোড করতে হবে  I tel Mobile Dailer Express (1.3MB), যারা গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারেন না বা ঝামেলা মনে করেন তারা ড্রপবক্স থেকে ডাউনলোড করতে পারেন  I tel Mobile Dailer Express (1.3MB)  । ডাউনলো করা শেষে ইনেষ্টল করুন ।

এবার নিচের চিত্রের মত অপারেটর কোড বসান:  98651

এরপরে আপনার  Username এবং Password দিন ( এখানে বর্তমানে ডেমো দেখানো হলো তাই ডেমো হিসেবে  Username : Demo22 Password: 123456)

এরপর যে নাম্বারে কল দিবেন সেই নাম্বার টাইপ করুন: যেমন : 8801776151714


এবার আপনি কল করার জন্য প্রস্তুত। কল রেট প্লান:
আসুন এবার কল রেট প্লান জেনে নেই: কল রেট প্লন বের করতে  1 /0.13= 7.69মিনিট এটা সৌদি আরবের এর কল রেট মানে ৮০ টাকায় আপনি সৌদি আরবে ৭.৬৯ মিনিট কথা বলতে পারবেন। এবার দেখি সারধারন রক্ত চোষা কম্পানি গ্রামীন ফোন এর কল রেট কত ? ১৬ টাকা ভ্যাট সহ ২৪ টাকা প্রতি মিনিট । তার মানে ৮০ টাকায় মাত্র ৩.৩৩ মিনিট কথা বলতে পারবেন। আর ইন্ডিয়াতে ৮০ টাকায়  98 মিনিট কথা বলতে পারবেন.
এটা হচ্ছে I Tel Website     এখান থেকে আপনি পিসির এপস ও ডাউনলোড করতে পারবেন।

No comments:

Post a Comment