আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। সময়ের অভাবে আপনাদের ভাল ভাল পোস্ট
উপহার দেব ভাবলেও দিতে পারছিনা বলে দুঃখিত। তবে আশাকরি এখন থেকে নিয়মিত
পোস্ট লিখার চেষ্টা করব।
অনেকেই ব্লগে বা ফেসবুকে এরকম কোনো পোস্ট দেখেছেন যাতে লেখা,
“পোষ্টটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদের জানান এবং সবাই এই নিয়মটি ফলো করুন আর নতুন অফারটি গ্রহন করুন::– আপনারা যারা রবি সিম ব্যাবহার করেন তারা জানেন, কিছুদিন আগে রবি সিম এ ইন্টারনেট একদম ফ্রি করে দিয়েছিলো। এখন সেটা না দিলেও (অল্প কিছু টাকাতে) রবি দিচ্ছে 35 টাকার 1GB ধামাকা Offer।মোবাইলে 40 টাকা রাকবেন, এর পর MESSAGE এ 35 লিখে SEND করবেন (এখানে একটা শর্ট কোড) এই নাম্বারে ( আরো জান্তে এখানে ক্লিক করুন )। এখন আপনার মোবাইলে একটা কনফার্ম মেসেজ আসবে, তারপর আপনি ডায়াল করুন (এখানে আরেকটি শর্ট কোড) বেশ আপনার কাজ শেষ। ৩১৮ টাকার 1 G.B অপনি পাবেন মাত্র ৩৫ টাকায়”
এরকম আরও কিছু পোস্ট আছে ( এখানে ক্লিক করে দেখতে পারেন ) যেগুলো শুরু হয় এভাবে “এইমাত্র হ্যাক হল বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল অপারেটর রবির ইন্টারনেট......
এবার আসল কথায় আসি। উপরে যে ‘রবির হ্যাক অফার’টি দেয়া আছে, সেটি মূলত একটি ধান্ধাবাজি। আপনি যদি ফ্রি/হ্যাকড ইন্টারনেটের লোভে উপরের নিয়ম অনুসরণ করেন, তাহলে আপনার মোবাইল থেকে ব্যালেন্স ট্র্যান্সফার হয়ে শর্ট কোডের মধ্যে থাকা রবি নাম্বারে চলে যাবে। অর্থাৎ উপরের পদ্ধতি অনুসরণ করলে আপনার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাবে, যা সেই শর্টকোডে থাকা একাউন্টে জমা হবে। অনেকেই এটা করে প্রতারণার শিকার হয়েছেন এবং এই লোভে কিছু লোক আজও একই পোস্ট করে যাচ্ছে।
রবি’তে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ব্যালান্স ট্রান্সফারের জন্য এখন নিবন্ধনের প্রয়োজন হয়না। ট্রান্সফারের জন্য ম্যাসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ (যেমন, ২০) লিখুন এবং ১২১২০১৮xxxxxxxx নম্বরে এসএমএস পাঠিয়ে দিন (এখানে ০১৮xxxxxxxx হচ্ছে ব্যালান্স গ্রহণকারীর নম্বর)।
এবার দেখুন তো, উপরের ভুয়া ইন্টারনেট পোস্টের সাথে মেলে কিনা! এই লিংকে রবি’র ব্যালেন্স ট্র্যান্সফারের বিস্তারিত নিয়ম দেখতে পারেন।
আপনি যেভাবে ইচ্ছা ইন্টারনেট ব্যবহার করেন, শুধু এগুলো প্রয়োগের আগে কমন-সেন্স ও অন্যান্য উৎস দিয়ে যাচাই করে নেবেন আপনি আসলে প্রতারণার শিকার হচ্ছেন না তো?
আজকের পোস্টে আমি কিন্তু প্রক্সিম্যানদের দোষ দিইনি। মোবাইল অপারেটরদের পক্ষেও কিছু বলিনি। শুধু বলতে চেয়েছি, আপনারা ইন্টারনেটে যেকোনো ফ্রি/ডিসকাউন্ট অফার দেখলেই ঝাঁপিয়ে পড়বেন না। খুব ভেবেচিন্তে এগোবেন।
আরো পরিষ্কার ভাবে জান্তে আমার আগের পোস্টটি পড়ুন। Robi ২০ টাকায় 99MIN+99MB+99MMS+99SMS
যেকোনো ধরনের মোবাইল ও কম্পিউটারের সফটওয়্যার এর জন্য এই ( এখানে ক্লিক করুন ) নতুন সাইটটি ভিজিট করতে পারেন।
আর নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
আপনাদের সবার সময় ভালো কাটুক। ধন্যবাদ।
অনেকেই ব্লগে বা ফেসবুকে এরকম কোনো পোস্ট দেখেছেন যাতে লেখা,
“পোষ্টটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদের জানান এবং সবাই এই নিয়মটি ফলো করুন আর নতুন অফারটি গ্রহন করুন::– আপনারা যারা রবি সিম ব্যাবহার করেন তারা জানেন, কিছুদিন আগে রবি সিম এ ইন্টারনেট একদম ফ্রি করে দিয়েছিলো। এখন সেটা না দিলেও (অল্প কিছু টাকাতে) রবি দিচ্ছে 35 টাকার 1GB ধামাকা Offer।মোবাইলে 40 টাকা রাকবেন, এর পর MESSAGE এ 35 লিখে SEND করবেন (এখানে একটা শর্ট কোড) এই নাম্বারে ( আরো জান্তে এখানে ক্লিক করুন )। এখন আপনার মোবাইলে একটা কনফার্ম মেসেজ আসবে, তারপর আপনি ডায়াল করুন (এখানে আরেকটি শর্ট কোড) বেশ আপনার কাজ শেষ। ৩১৮ টাকার 1 G.B অপনি পাবেন মাত্র ৩৫ টাকায়”
এরকম আরও কিছু পোস্ট আছে ( এখানে ক্লিক করে দেখতে পারেন ) যেগুলো শুরু হয় এভাবে “এইমাত্র হ্যাক হল বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল অপারেটর রবির ইন্টারনেট......
এবার আসল কথায় আসি। উপরে যে ‘রবির হ্যাক অফার’টি দেয়া আছে, সেটি মূলত একটি ধান্ধাবাজি। আপনি যদি ফ্রি/হ্যাকড ইন্টারনেটের লোভে উপরের নিয়ম অনুসরণ করেন, তাহলে আপনার মোবাইল থেকে ব্যালেন্স ট্র্যান্সফার হয়ে শর্ট কোডের মধ্যে থাকা রবি নাম্বারে চলে যাবে। অর্থাৎ উপরের পদ্ধতি অনুসরণ করলে আপনার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাবে, যা সেই শর্টকোডে থাকা একাউন্টে জমা হবে। অনেকেই এটা করে প্রতারণার শিকার হয়েছেন এবং এই লোভে কিছু লোক আজও একই পোস্ট করে যাচ্ছে।
রবি’তে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ব্যালান্স ট্রান্সফারের জন্য এখন নিবন্ধনের প্রয়োজন হয়না। ট্রান্সফারের জন্য ম্যাসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ (যেমন, ২০) লিখুন এবং ১২১২০১৮xxxxxxxx নম্বরে এসএমএস পাঠিয়ে দিন (এখানে ০১৮xxxxxxxx হচ্ছে ব্যালান্স গ্রহণকারীর নম্বর)।
এবার দেখুন তো, উপরের ভুয়া ইন্টারনেট পোস্টের সাথে মেলে কিনা! এই লিংকে রবি’র ব্যালেন্স ট্র্যান্সফারের বিস্তারিত নিয়ম দেখতে পারেন।
আপনি যেভাবে ইচ্ছা ইন্টারনেট ব্যবহার করেন, শুধু এগুলো প্রয়োগের আগে কমন-সেন্স ও অন্যান্য উৎস দিয়ে যাচাই করে নেবেন আপনি আসলে প্রতারণার শিকার হচ্ছেন না তো?
আজকের পোস্টে আমি কিন্তু প্রক্সিম্যানদের দোষ দিইনি। মোবাইল অপারেটরদের পক্ষেও কিছু বলিনি। শুধু বলতে চেয়েছি, আপনারা ইন্টারনেটে যেকোনো ফ্রি/ডিসকাউন্ট অফার দেখলেই ঝাঁপিয়ে পড়বেন না। খুব ভেবেচিন্তে এগোবেন।
আরো পরিষ্কার ভাবে জান্তে আমার আগের পোস্টটি পড়ুন। Robi ২০ টাকায় 99MIN+99MB+99MMS+99SMS
যেকোনো ধরনের মোবাইল ও কম্পিউটারের সফটওয়্যার এর জন্য এই ( এখানে ক্লিক করুন ) নতুন সাইটটি ভিজিট করতে পারেন।
আর নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
আপনাদের সবার সময় ভালো কাটুক। ধন্যবাদ।
Please Visit. Digital Marketing
ReplyDelete